ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টিভিতে এক ভিডিও দেখানো হয়েছে যাতে দৃশ্যত একজন মার্কিন নাগরিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার পরিকল্পনার কথা স্বীকার করছেন।
লোকটির নাম লুক ডেনম্যান (৩৪) এবং কয়েকদিন আগে তাকে সহ ১৩ জন লোককে গ্রেফতার করা হয়। এই কথিত অভ্যুত্থান প্রচেষ্টার সময় ৮ জন সশস্ত্র লোক নিহত হয়।
ভেনেজুয়েলা বলছে, এরা ভাড়াটে যোদ্ধা- যাদের সশস্ত্র তৎপরতা ব্যর্থ করে দেয়া হয়েছে।
ডেনম্যান মার্কিন স্পেশাল অপারেশন বাহিনীর একজন সাবেক সদস্য বলে জানা গেছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, রাজধানী কারাকাসের একটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করতে তাকে ভাড়া করা হয়েছি - যাতে মাদুরোকে দেশের বাইরে নিয়ে যাওয়া যায়।
ভিডিওটি দেখানোর পর প্রেসিডেন্ট মাদুরো বলেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এই অভিযানের সরাসরি প্রধান এবং ধৃত আমেরিকানদের বিচার হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই আমেরিকানদের দেশে ফিরিয়ে আনতে সব রকম পন্থাই কাজে লাগানো হবে।
ভিডিওতে ডেনম্যান বলেন, তিনি এবং আইরান বেরি নামে আরেকজনকে ভাড়া করেছিলেন জর্ডান গোড্রো নামে এক ব্যক্তি- যিনি সাবেক মার্কিন সেনাসদস্য এবং সিলভারকর্প নামে একটি প্রতিষ্ঠানের প্রধান।
প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করছেন, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোর সাথে সিলভারকর্প এক চুক্তি করেছিল। গুয়াইদোকে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন ইউরোপিয়ান দেশ ভেনেজুয়েলার আইনসঙ্গত নেতা বলে মনে করে। বিবিসি।
এসএমএম