• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২০, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২০, ০৪:৪৬ পিএম

কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠির মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গদের দ্বিগুণ

কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠির মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গদের দ্বিগুণ
প্রতীকী ছবি

ব্রিটেনে জাতীয় পরিসংখ্যান দফতর (অফিস ফর ন্যাশানাল স্টাটিসস্টিকস) নতুন এক তথ্য বিশ্লেষণে বলছে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠির মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।

কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠির মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গদের দ্বিগুণ। আর বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভুতদেরও মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি। অর্থাৎ ৩০ থেকে ৮০ শতাংশ বেশি ঝুঁকিতে এই জনগোষ্ঠি।

এর কারণ নিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখনও পরিষ্কার নয়। তবে এক বাসায় অনেকের একসঙ্গে থাকা, এমন ধরনের কাজ যেখানে মানুষের সংস্পর্শে আসা ঠেকানো কঠিন এবং হৃৎরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্যগত সমস্যার আধিক্য এই ঝুঁকির সঙ্গে যুক্ত কি না তা আরও খতিয়ে দেখা হচ্ছে। বিবিসি।

এসএমএম

আরও পড়ুন