• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২০, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২০, ০৩:৫৫ পিএম

লাইনে দাঁড়িয়ে পণ্য কিনলেন থেরেসা মে

লাইনে দাঁড়িয়ে পণ্য কিনলেন থেরেসা মে
লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন থেরেসা মে ● ইন্টারনেট

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে সাধারণের মতোই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন। মেনেছেন সামাজিক দূরত্বও। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, থেরেসা মে এখন আর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা নন। অর্থাৎ তিনি এখন আর প্রধানমন্ত্রী নন। ব্রেক্সিটের বলি হয়ে গত বছর জুলাইয়ে ক্ষমতা তুলে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের হাতে। তাকে এই করোনা সঙ্কটকালে শনিবার (৯ মে) দেখা গেছে স্থানীয় একটি ওয়েট্রোস দোকানের বাইরে ওভাবেই লাইনে দাঁড়িয়ে আছেন। এর মধ্য দিয়ে তিনি সামাজিক দূরত্ব রক্ষার এক উদাহরণ সৃষ্টি করেছেন।

এ সময় তার পরনে ছিল স্মার্ট কালো ব্লেজার, লালচে একটি স্কার্ফ এবং গাঢ় সানগ্লাস। মাঝে মাঝে মোবাইল চেক করছেন। ৬ ফুটের দূরত্ব বজায় রাখেন সাবেক প্রধানমন্ত্রী।

৬৩ বছর বয়সী ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের এই এমপি ওই স্টোরে প্রবেশ করে ৪৫ মিনিট অতিবাহিত করেন। সেখানে সাজিয়ে রাখা বিভিন্ন খাদ্যপণ্য ঘুরে দেখেন। কিনে নেন প্রয়োজনীয় জিনিসপত্র। এরপর একটিমাত্র ব্যাগ হাতে নিয়ে স্টোর ত্যাগ করেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেন, তিনি খাবার মজুত করে রাখার মতো পণ্য কেনে নি। তিনি সবটা নিয়ম মেনে কেনাকাটা করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন না স্বামী ফিলিপ।

এসএমএম

আরও পড়ুন