দেশের উত্তরাঞ্চলীয় শহর এবং অন্যান্য অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে তাজমহল খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত।
বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) থেকে ভারতের তাজমহল পর্যটকদের জন্য খুলে দেয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ভাস্কর্য বন্ধ থাকবে।
শহরের আগ্রার কেল্লা এবং আকবরের সমাধিও পর্যটকদের জন্য বন্ধ থাকবে। কোনদিন খুলে দেয়া হবে সে বিষয়ে কর্তৃপক্ষ কোনও ঘোষণা দেয়নি।
কেএপি