উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে সীমান্ত এলাকা গেভজেলিজা শহরের কাছ থেকে তাদের উদ্ধার করে নিরাপত্তা টহল পুলিশ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, তল্লাশির জন্য একটি ট্রাক থামালে তার ভেতর গাদাগাদি করে রাখা দুই শতাধিক মানুষ দেখতে পায় পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে কমপক্ষে ৬৩ জন শিশু রয়েছে। বাংলাদেশি ছাড়া বাকি ৬৭ জন পাকিস্তানের নাগরিক। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৭ বছর বয়সী ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। এছাড়া উদ্ধারকৃত সবাইকে আটক দেখিয়ে একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, অবৈধ ভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিলো তারা।
কেএপি