• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ১১:১৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০২০, ১১:১৯ এএম

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু
আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি ● ইন্টারনেট

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালীন অসুস্থ হওয়ার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন পার্টির প্রার্থী মনোনীত হয়েছিলেন কুলিবালি। তাকেই দেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে মনে করছিলেন বিশ্লেষকরা।

গোন কুলিবালির মৃত্যুর খবর নিশ্চিত করে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে উয়েতারা বলেছেন, তাঁর মৃত্যুতে পুরো দেশ শোকগ্রস্ত। 

কুলিবালিকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিল ক্ষমতাসীন দল। ফ্রান্সে দুই মাস ধরে চিকিৎসার পর সদ্যই দেশে ফিরেছিলেন তিনি।

উয়েতারা জানান, মন্ত্রিসভার বৈঠক চলাকালে অসুস্থবোধ করায় কুলিবালিকে হাসপাতালে নেয়া হয়েছিল, পরে সেখানেই তার মৃত্যু হয়। 

কুলিবালির মৃত্যুতে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কেএপি

আরও পড়ুন