• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ১১:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২০, ১১:২৭ এএম

বলিভিয়ার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

বলিভিয়ার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত
বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ

দক্ষিণ আমেরিকার মধ্যভাগের দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ-এর দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

টুইট বার্তায় আনেজ বলেন, আমার শারীরিক অবস্থা ভালো আছে। আমি আইসোলেশানে থেকেই দাফতরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা অবশ্যই কোভিডের বিরুদ্ধে জয়ী হব।

মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

কেএপি

আরও পড়ুন