• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৩:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০২১, ০৪:০১ পিএম

ইভিএমে ভোট কারচুপির অভিযোগ তৃণমূলের

ইভিএমে ভোট কারচুপির অভিযোগ তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের ৩০টি ভোট গ্রহণ হচ্ছে প্রথম ধাপে। তবে নির্বাচনের প্রথম দিনেই ভোট কারচুপির অভিযোগ তুলেছে তৃতীয় দফা ক্ষমতা লাভের আশায় থাকা রাজ্যের প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। 

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, তৃণমূল নেতা দিরেক ওব্রায়ান নির্বাচন কমিশনকে দেওয়া এক চিঠিতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ জানান।

এছাড়া শনিবার (২৭ মার্চ) এক টুইটে পাঁচ মিনিটের ব্যবধানে কী করে ভোটের ফল আকাশ-পাতাল পরিবর্তন হয়ে গেল, এমন প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস।

এছাড়া সামাজিক মাধ্যমে দলীয় নেতারা অভিযোগ করেন, ভোটকেন্দ্রে ভোটারদের তৃণমূলে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি ইভিএম মেশিনে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিলেও নির্বাচনের ফলাফলে পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন