
বিধানসভা নির্বাচনের সময় বাংলাদেশে সফর করার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিসা কেন বাতিল হবে না– নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভোটারদের প্রভাবিত করতে মোদি বাংলাদেশ সফর করছেন বলেও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন মমতা।
শনিবার (২৭ মার্চ) খড়গপুরে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় বাংলাদেশি অভিনেতা গাজী আবদুন নূর তৃণমূলের নির্বাচনী প্রচারে যোগ দেন। এরপর বিজেপি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে ভারতের ভিসা বাতিল করে। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন বাংলাদেশে সভা করছেন, সে কারণে তার ভিসা বাতিল হবে না কেন?
বিধানসভার প্রথম ধাপের ভোট চলাকালীন মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগ তুললেন মমতা। রাজ্যের ৩০ আসনে ১৯১ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ৭৩ লাখ ভোটার। পুরুলিয়া, বাঁকুরা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভোট হয়েছে শনিবার।