
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাউ এর বরাতে রয়টার্স আরো জানায়, শনিবার (২৭ মার্চ) সকাল থেকেই বিক্ষভকারীদের গুলি করার হুঁশিয়ারি দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হুমকি উপেক্ষা করেই বিভিন্ন রাজ্যে হাজার হাজার বিক্ষভকারী সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামেন।
ইয়াঙ্গুন, মান্দালয়স বিভিন্ন বড় শহরে বিক্ষোভে গুলি চালায় পুলিশ। কেবল মান্দালয়ে এসময় নিহত হয় ২৯ জন। এছাড়াও ইয়াঙ্গুনে আরো অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর জনগণের নিরাপত্তার প্রতিশ্রুতি সেনা সরকারের বিবৃতি প্রকাশের পরদিনই মিয়ানমারের আন্দোলনে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সশস্ত্র বাহিনী দিবসে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলাকে ‘লজ্জাজনক দিবস’ বলে ক্ষোভ জানিয়েছে সেনাশাসন বিরোধী রাজনৈতিক জোট সিআরপিএইচ।