
দ্বিপাক্ষিক বাণিজ্য আর সামরিক সম্পর্ক জোরদারে ২৫ বছরের চুক্তি করেছে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ইরান। আল-জাজিরা জানায়, শনিবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চুক্তিতে স্বাক্ষর করেন।
পারস্পরিক সহযোগিতার এই চুক্তিতে রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক বিভিন্ন খাতে সম্পর্ক জোরদার করবে দুপক্ষ।
এই চুক্তি দুই দেশের সমুদ্রবন্দর ব্যবহারের সুবিধা আদান-প্রদান, জ্বালানি আমদানি-রপ্তানি, শিল্প খাতে বিনিয়োগের নতুন দিক উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালে তেহরান সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। ইরান-চীনের সম্পর্ক উন্নত করতে এই চুক্তি আশানুরূপ ভূমিকা রাখবে বলে মনে করছে বেইজিং ও তেহরান।
ইরানের পরমাণু কর্মসূচী আর চীনের উইঘুর ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার মধ্যেই দুপক্ষ নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিল।