
করোনাভাইরাসের উৎস নিয়ে করা তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব তথ্য চীন দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা রয়টার্স খবরে এ তথ্য জানায়।
মঙ্গলবার (৩০ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা-(ডাব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। তদন্তে সহযোগিতা না করায় চীনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিবৃতিতে টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস অভিযোগ করে বলেন, "কোনও গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। উহানের যে সব গবেষণাগারে যে তদন্ত করা হয়েছে, তা যথেষ্ট নয়। গভীরে যেতে আরও তদন্ত প্রয়োজন। নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটা সমাধানে পৌঁছনোর জন্য আরও তথ্য এবং গবেষণার জরুরি। কিন্তু যা যা তথ্য ও সহযোগিতার দরকার ছিল চীন সরকার তা দিচ্ছে না। ফলে তদন্তের গভীরে যেতে বাধা সৃষ্টি হচ্ছে।"
করোনাভাইরাসের উৎস নিয়ে সুনিশ্চিত হতে তদন্তের প্রয়োজনে আরও বিশেষজ্ঞ নিযুক্ত করার বিষয়েও জানান ডাব্লিউএইচও'র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস।
এদিকে চীন সরকার এই অভিযোগে পাল্টা বিবৃতিতে বলছে, "বিষয়টি নিয়ে রাজনীতির চেষ্টা চলছে। এমনটা হলে এই ভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাধাপ্রাপ্ত হবে। এমনকি করোনার বিরুদ্ধে যে লড়াই চালানো হচ্ছে বিশ্ব জুড়ে তা সঙ্কটে পড়বে। আর এর ফলে কোভিডে প্রাণহানির ঘটনাও বাড়বে বিশ্ব জুড়ে।"
২০২০ সালের ডিসেম্বরে প্রথম চীনের উহানে মানবদেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১২ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৪১৬। প্রাণ হারিয়েছেন প্রায় ২৮ লাখেও বেশি।
এদিকে করোনাভাইরাসের উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনের উহানে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-(ডাব্লিউএইচও)র একটি বিশেষ দল।