
শিশুদের ক্ষেত্রে ফাইজারের করোনা টিকা শতভাগ কার্যকর বলে দাবি করেছে মার্কিন এই টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর এই টিকা পরীক্ষা করে বুধবার এটিকে সম্পূর্ণ নিরাপদ ও জরুরি ব্যবহারের উপযোগী উল্লেখ করে এক বিবৃতি প্রকাশ করে ফাইজার-বায়োএনটেক।
তৃতীয় ধাপের ট্রায়ালে ১২ থেকে ১৫ বছরের দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবী শিশুর ওপর এই টিকার পরিক্ষা চালায় ফাইজার। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে শীঘ্রই এই টিকার জরুরি প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছে সিএনএন।
ফাইজারের দাবি, দুই ডোজ টিকা দেয়ার এক মাসের মধ্যেই শিশুদের দেহে করোনা প্রতিরোধী ক্ষমতা দেখা গেছে। এর আগে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের ক্ষেত্রেও এই টিকার কার্যকারিতা প্রমাণ করেছে প্রতিষ্ঠানটি। যদিও এসব ট্রায়ালের তথ্য এখনো জনসম্মুখে প্রকাশ করেনি তারা।
এছাড়াও শিশুদের মধ্যেও টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে স্বীকার করেছে গবেষকরা। অনেকেই টিকা দেয়ার স্থানে পেশিতে ব্যাথা, জ্বর আর মাথা ব্যথায় ভুগেছিলেন। সার্বিক পরীক্ষা ও নিরাপত্তার স্বার্থে আগামী দুই বছর এসব স্বেচ্ছাসেবীর ওপর নজর রাখবে টিকাদানকারী প্রতিষ্ঠানটি।