
জাভা সাগরে বিধ্বস্ত হওয়ার দেড় মাসের বেশি সময় পর বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করলো ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল। বিবিসি জানায়, বুধবার (৩১ মার্চ) সাগরের তলদেশে মাটির প্রায় সাড়ে তিন মিটার গভীরে এটিকে চিহ্নিত করা হয়েছে।
৯ জানুয়ারি রাজধানী জাকার্তার বিমানবন্দর থেকে বার্নেও দ্বীপে যাত্রা করে শ্রিবিজয়া এয়ারলাইন্সের বিমানটি। উড্ডয়নের পর দুপুর ২টা ৩৬ মিনিটে এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ২টা ৪০ মিনিটে শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়। এরপর বিরূপ আবহাওয়ার মধ্যে ৬২ যাত্রীসহ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ জানায়, ব্ল্যাকবক্স উদ্ধারের ফলে এর ভয়েস রেকর্ডার থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করা যাবে। এক সপ্তাহের মধ্যে এর অডিও সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যাবে বলে আশাবাদী তারা। এর মাধ্যমে দুর্ঘটনার আসল কারণও জানা যাবে। যদিও প্রাথমিক তদন্তে এর পেছনে ইঞ্জিনের ত্রুটিকে দায়ী করা হয়।
উদ্ধারকারী দল জানায়, বিমানটি সাগরের ঠিক কোন স্থানে বিধ্বস্ত হয়ে পোড়েছিল সেটি তাৎক্ষনিকভাবে বের করতে না পারায় ধ্বংসাবশেষ উদ্ধারে দেরি হয়।