ভারতের আসামে বিধানসভা নির্বাচনে এক বুথে মোট ভোটারের প্রায় দ্বিগুণ ভোট পড়েছে। ডিমা হাছাও জেলার একটি স্কুলে ১ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণে এই অনিয়ম ধরা পড়ে। ডিমা হাছাও আসনের নিবন্ধিত ভোটার ৯০ জন হলেও ১৮১টি ভোট দেওয়া হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) এ ঘটনায় ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এই কেন্দ্রে পুনরায় ভোট হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও জানান, জিজ্ঞাসাবাদে পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসার দুজনই নিবন্ধিত ভোটারদের বাইরে বহিরাগতদের ভোট দিতে সুযোগ দেওয়ার কথা স্বীকার করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনায় এক সেক্টর অফিসার, এক প্রজাইডীং অফিসার ও তিন পোলিং এজেন্টকে তাৎক্ষনিক বহিষ্কার করে কমিশন।
এ নিয়ে গত এক বছরে আসামে দুইবার ভোটে অনিয়ম ধরা পড়লো।