• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ১১:৪৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০২১, ১১:৪৮ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন

ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের গ্রামগুলোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উদ্ধারকারীরা এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ।

বিবিসি জানায়, সোমবার (৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধার তৎপরতা চলছিল। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারীরা এখনো কাজ করছেন। প্রায় ১০ হাজার মানুষকে প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ পরিচালনা সংস্থা জানিয়েছে, পূর্ব তিমুরের নিকটবর্তী প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জন নিহত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আরও ২৭ জনকে মৃত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

দেশটির উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানায়, প্রায় ৭০০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ পরিষ্কার করে উদ্ধারকাজ চলছে।

রোববারের (৪ এপ্রিল) ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হতাহতের সংখ্যা বাড়ছেই। ঝড়ে দেশটির পাহাড়ের তীরে কয়েকটি গ্রাম এবং লেম্বাটা দ্বীপের সমুদ্রের তীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। বন্ধ রয়েছে বিদ্যুৎ-সংযোগ। বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।  কোভিড-১৯-এর পরিস্থিতিতে আশ্রয় স্থানে অনেক মানুষকে রাখা কতটা নিরাপদ তা নিয়েও চিন্তিত দেশটির কর্তৃপক্ষ। 

এদিকে দেশটিতে আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এই পরিস্থিতিতে স্থানীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। বন্যাকবলিত এলাকার মানুষদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, “এই দুর্যোগপূর্ণ অবস্থায় স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা। একটা কঠিন সময় পার করছেন আপনারা। বন্যাকবলিতদের সহায়তায় কোনো ত্রুটি রাখা হবে না।”