
নিরাপত্তাবাহিনীর গুলি আর গ্রেনেডে মিয়ানমারের বোগো শহরে ঝড়ে গেছে ৮০ বেসামরিক নাগরিকের প্রাণ।
রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার (১০ এপ্রিল) উত্তরপূর্বাঞ্চলের বোগো শহরে এই নির্মম অভিযান চালানো হয়। যদিও নিরাপত্তা বাহিনী লাশ অন্যত্র সরিয়ে ফেলায় নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমগুলো।
এএপিপি ও মিয়ানমার নাউসহ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম ৮২ জন নিহতের খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোর থেকেই বিভিন্ন বিক্ষোভে গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে অনেকেই শহর ছেড়ে পালিয়ে যান।
এএপিপি জানায়, এ নিয়ে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে নিহতের সংখ্যা ৬১৮ জনে দাঁড়িয়েছে। যদিও সেনাবাহিনীর হিসেবে এই সংখ্যা ২৪৮ বলে দাবি করা হচ্ছে।