ক্যারিবিয় দ্বীপপুঞ্জের সেইন্ট ভিনসেন্ট দ্বীপে আগ্নেয়গিরিতে দ্বিতীয় দফা অগ্নুৎপাত ঘটেছে শনিবার। বিবিসি জানায়, অগ্নুৎপাতের ফলে দ্বীপের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাণহানির আশঙ্কায় ১৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) লা সোফ্রিয়ের আগ্নিয়গিরিতে প্রথম অগ্নুৎপাত হয়। এরপর ধোঁয়া আর ছাই ছড়িয়ে পড়ে বিস্তৃত অঞ্চলজুড়ে।
রোববার বিরূপ পরিবেশের কারণে আগ্নেয়গিরির ২০০ কিলোমিটার দূরের বারবাডোজ দ্বীপেও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
লে সুফ্রিয়া নামের আগ্নেয়গিরিটি দীর্ঘদিন সুপ্ত অবস্থায় ছিল। ডিসেম্বর থেকে আগ্নেয়গিরিটি সক্রিয় হতে শুরু করে।
আবহাওয়াবীদরা জানান, আর কয়েক সপ্তাহ পর্যন্ত এই অগ্নুৎপাত অব্যহত থাকতে পারে। সেন্ট ভিনসেন্টের সরকার জনগণকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।