করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন একমাত্র মাধ্যম নয়, বরং অন্য় স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
সোমবার জেনেভা সদর দপ্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলন এই কথা জানান।
মহাপরিচালক বলেন, “ভ্যাকসিন সংক্রমণের বিরুদ্ধে এক বড় হাতিয়ার হতে পারে, তবে তা একমাত্র উপায় নয়।”
করোনা পরিস্থিতি আরও বেড়ে চলেছে জানিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে পর পর ৭ সপ্তাহ ধরে সংক্রমণ বেড়েছে। ৪ সপ্তাহ ধরে মৃতের সংখ্যাও বাড়ছে। এক সপ্তাহে আমরা সংক্রমণে বড়সংখ্যক রেকর্ড করেছি, যা উদ্বেগজনক।”
এর কারণ কী হতে পারে জানিয়ে তিনি বলেন, “সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চলা এর সবচেয়ে বড় কারণ হতে পারে। এছাড়া সন্দেহপ্রবণ হওয়া, আত্মতুষ্টি এবং বাধানিষেধ মানায় অসংগতি বিশ্বে সংক্রমণ আরও বাড়িয়ে তুলতে পারে।”
বিশ্বের পরিস্থিতি এভাবেই চললে করোনাভাইরাস আরও বহু জীবন কেড়ে নেবে বলেও সতর্কবার্তা দেন তিনি।