• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২১, ০৩:৩২ পিএম

কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়ছেন রাউল ক্যাস্ট্রো

কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়ছেন রাউল ক্যাস্ট্রো

কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাউল কাস্ত্রো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। 

শুক্রবার (১৬ এপ্রিল) দলের কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এর মধ্যে দিয়ে কিউবার কমিউনিস্ট পার্টিতে ৬ দশকের ক্যাস্ট্রোযুগের অবসান হবে। রাউল তার ভাই বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর পার্টির নেতৃত্ব দেন।

৮৯ বছর বয়সী রাউল জানান, নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের ভার তুলে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাউল বলেন, “পার্টির নেতৃত্বে থাকবে নতুন প্রজন্ম, যারা সাম্রাজ্যবাদবিরোধী আবেগ ও চেতনায় পূর্ণ।”

চার দিনের কংগ্রেসের অধিবেশনের শেষ পর্বে প্রতিনিধিরা তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন।

২০১৯ সালে কিউবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান রাউল।