
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় (১৮ এপ্রিল পর্যন্ত) ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ১৫০১ জন রোগী। যা এ পর্যন্ত ভারতের সর্বোচ্চ করোনা সংক্রমণ ও মৃত্যু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ নিয়ে টানা চার দিন ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে মহারাষ্ট্রে ৬৭ হাজার ১২৩, উত্তর প্রদেশে ২৭ হাজার ৭৩৪, দিল্লিতে ২৪ হাজার ৩৭৫, কর্ণাটকে ১৭ হাজার ৪৮৯ ও ছত্তিসগড়ে ১৬ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছে। ভারতের ২৯ রাজ্যের মধ্যে এই পাঁচটি রাজ্যেই সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হয়েছে।
সংক্রমণের নতুন রেকর্ডের মাধ্যমে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪৭ লাখ। করোনা পরিস্থিতির এই অবনতি নিয়ে শনিবার শীর্ষ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় সব ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে তাদের সর্বোচ্চ দিয়ে করোনা প্রতিরোধে ওষুধ ও টিকা সরবরাহের আহ্বান জানান তিনি।
এক টুইটে মোদি বলেন, “গত বছরের মতো আবারও আমরা দ্রুত গতিতে এবনফ সবার সমন্বয়ে একযোগে করোনা মোকাবেল করবো।”
এদিকে দিল্লিসহ বেশ কিছু রাজ্যে হাসপাতালের বেড, অক্সিজেন ও ভ্যাকসিন সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় রাতে ও সপ্তাহের ছুটির দিনে করোনা প্রতিরোধে কারফিউ জারি হয়েছে অনেক শহরে।