• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০৯:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ১১:৪১ পিএম

এভারেস্টে পৌঁছে গেল করোনাভাইরাস

এভারেস্টে পৌঁছে গেল করোনাভাইরাস

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে অন্তত এক আরোহীর দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রায় এক বছর বন্ধ থাকার পর, উন্মুক্ত করার কয়েক সপ্তাহের মধ্যেই এভারেস্টে হানা দিয়েছে করোনা।

বিবিসি জানায়, নরওয়ের পর্বত আরোহী আর্লান্ড নেসে করোনা সংক্রমিত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে থাকা একজন নেপালি শেরপারও পরীক্ষায় করোনা ধরা পড়েছে। 

নেস জানান, গত ১৫ এপ্রিল এভারেস্ট চুড়ায় পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়ায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার করোনা ধরা পড়ে।

এই আরোহীর ধারণা, পর্বতের কাছে খুম্বু ভ্যালির একটি চায়ের দোকান থেকে তার সংক্রমণ হতে পারে। যদিও এর জন্য নিজের নিয়মিত হাত না ধোঁয়ার অভ্যাস ও সবসময় মাস্ক পড়ে না থাকার মতো অসতর্কতাকেই দায়ী করেছেন তিনি।

পর্বত আরোহণের সময় অনেকেই মাস্ক পড়ছেন না বলেও অসন্তোষ জানিয়েছেন এই পর্বত আরোহী। ২২ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর নেপালে বন্ধুদের সঙ্গে অবস্থান করছেন নেস।

প্রতি বছর এভারেস্ট আরোহীদের মাধ্যমে ৪০ লাখ ডলার রাজস্ব আয় করে নেপাল সরকার। পর্যটন শিল্প নির্ভর দেশটি মহামারী শুরুর পর থেকেই পর্বত আরোহণ বন্ধ রাখে।

এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় নেপাল সরকার। যদিও এবছর করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ার শর্তেই পর্বত আরোহণের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।