• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২১, ০২:১৩ পিএম

নিখোঁজ ডুবোজাহাজে ৫৩ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

নিখোঁজ ডুবোজাহাজে ৫৩ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন খোঁজ পাওয়া যায়নি ইন্দোনেশিয়ার নিখোঁজ ডুবোজাহাজের। এদিকে শনিবার (২৪ এপ্রিল) অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কথা থাকায় জাহাজে ৫৩ ক্রুর মৃত্যুর আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

বুধবার সকালে ইন্দোনেশিয়ার বালিতে সামরিক মহড়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয় কেআরআই নাঙ্গালা ৪০২ মডেলের ডুবোজাহাজটি। ধারণা করা হচ্ছে এটি সাগরের তলদেশে বিধ্বস্ত হয়েছে।

তিন দিন ধরেই এই ডুবোজাহাজ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এর আগে ডুবোজাহাজের তেল সাগরে ভাসতে দেখে ধারণা করা হচ্ছিল, যাত্রীরা তেল ফেলে উদ্ধারের বার্তা দিচ্ছেন। তবে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে জাহাজের তেলের ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এটি বিধ্বস্ত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির জানায়, ডুবোজাহাজটি সাগরের অনেক গভীরে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ জনের উদ্ধারকারী দল উদ্ধারকাজে যুক্ত আছে।

আরও পড়ুন