• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৫:০০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২১, ০৫:০০ পিএম

তুরস্কে সংক্রমণের তৃতীয় ঢেউ, দেশজুড়ে লকডাউন

তুরস্কে সংক্রমণের তৃতীয় ঢেউ, দেশজুড়ে লকডাউন

লাগামহীন করোনা সংক্রমণের তৃতীয় সপ্তাহে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে তুরস্ক। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৯ মে) লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় ১৭ মে পর্যন্ত জারি থাকবে এই লকডাউন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরণের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে তুরস্কে। ফলে পুরো রমজান মাসজুড়েই এই বিধিনিষেধ মানতে হবে সবাইকে। যদিও ঈদের উদযাপনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

গত সপ্তাহে তুরস্কে এক দিনেই ৩৫০ করোনা রোগীর মৃত্যু হয়। যা এ পর্যন্ত দেশটিতে করোনায় দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও মাসের শুরুতে এক দিনে সর্বোচ্চ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত করে দেশটি। এদিকে বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪০ হাজার ৪৪৪ জন। 


টেলিভিশনে দেওয়া এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, “আমাদের দ্রুত সময়ের মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজারের নিচে নামিয়ে আনতে হবে। এর আগ পর্যন্ত লকডাউন ছাড়া কোন পথ খোলা নেই।”

লকডাউনের সময় জনসাধারণকে ঘরে অবস্থানের পাশাপাশি জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যাতিত সব শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছেন এরদোয়ান। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে।

জানুয়ারিতে টিকাদানের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনলেও গত মাসের শেষে আবারও তুরস্কে হানা দেয় করোনা। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের হয়েছে ৪৭ লাখের বেশি মানুষ। মোট মৃতের সংখ্যা ৩৯ হাজার ৩৯৮।

আরও পড়ুন