• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০৬:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৬:১৯ পিএম

নির্বাচনে জয়ে জিহ্বা কেটে মানত পূরণ করলেন সমর্থক

নির্বাচনে জয়ে জিহ্বা কেটে মানত পূরণ করলেন সমর্থক

নিজের পছন্দের দলকে সমর্থন দেওয়ার জন্য অনেক সমর্থকই নিজেকে উজাড় করে দেন। স্রষ্টার কাছে মানতও করেন অনেকে। তবে নিজের জিহ্বা কেটে উৎসর্গ করার ঘটনা সতিই বিরল।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, তামিলনাডুর রামানাথপুরম জেলায় ঘটেছে এমন অবিশ্বাস্য কাণ্ড।  রাজ্যের প্রধান রাজনৈতিক দল ডিএমকের ৩২ বছর বয়সী নারী সমর্থক ভানিথা মানত করেছিলেন, দল ক্ষমতায় এলে জিহ্বা কেটে উৎসর্গ করবেন তিনি।

রোববার বিধানসভা বিধানসভা নির্বাচনে জিতে ১০ বছর পর ক্ষমতায় আসে এমকে স্ট্যালিনের দল ডিএমকে। তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ১৫৭ আসন জয় পায় দলটি।

এর পরদিনই প্রতিশ্রুতি অনুযায়ী নিজের জিভ কেটে উৎসর্গ করেন ভানিথা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়র মুথালাম্মান মন্দিরটি করোনার কারণে বন্ধ থাকায় গেটের বাইরেই ধারাল অস্ত্র দিয়ে নিজের জিভ কেটে মানত পূর্ণ করেন তিনি।

তবে জিহ্বা কাটার পরপরই সেখানে অজ্ঞান হয়ে পড়েন ভানিথা। কট্টর এই সমর্থককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আরও পড়ুন