• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২১, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২১, ০১:২৮ পিএম

ঈদ উৎসব নিষিদ্ধ করল মিসর

ঈদ উৎসব নিষিদ্ধ করল মিসর

মিসরে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার ফলে সব ধরনের দোকানপাট, রেস্তোরাঁ, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব।

বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দুই সপ্তাহ (১৪ দিন) এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে বুধবার মিসরীয় প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, সকল দোকান, শপিংমল, রেস্তোরাঁ, ক্যাফে ও সিনেমা হল রাত ৯টার পর বন্ধ করতে হবে। তবে হোম ডেলিভারি সেবা চালু থাকবে। এছাড়া সব ধরনের সামাজিক ও ক্রীড়া কমেপ্লেক্স, ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় অনুষ্ঠান আয়োজন বা জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। কোথাও কনসার্ট বা বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা যাবে না।

এসময় মিসরের প্রধানমন্ত্রী জানান, আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে আনা যাবে না।

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে এ পর্যন্ত অন্তত ২ লাখ ৩২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজারেরও বেশি।