রোববার (৯মে) থেকে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
শনিবার (৮ মে) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, করোনাভাইরাস সংক্রমণের উর্দ্ধোগতিতে দক্ষিন এশিয়ার ৭ দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। এরমধ্যে বাংলাদেশও রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বাকি দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভুটান।
নিষেধাজ্ঞা জারি করা এই দেশগুলো থেকে ওয়ার্ক ভিসাধারী ব্যক্তিদের মালদ্বীপে প্রবেশের উপরও একই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে হাইকমিশন।
এর আগে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালি, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।