• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ১০:০১ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ১০:৪৯ এএম

ভারত মহাসাগরে পড়েছে চীনের রকেট

ভারত মহাসাগরে পড়েছে চীনের রকেট

মহাকাশফেরত চীনের লং মার্চ ৫বি রকেটটি পৃথিবীতে প্রবেশের পর ভারত মহাসাগরে পড়েছে বলে নিশ্চিত করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে গার্ডিয়ান জানায়, মালদ্বীপের কাছাকাছি এটিকে শনাক্ত করা হয়েছে। 

সপ্তাহজুড়েই বিশ্বে আলোচিত ছিল চীনের এই বিধ্বস্ত রকেট। সাধারণত স্যাটেলাইট বা অন্যান্য যন্ত্রবাহী রকেট পৃথিবীতে ফিরে আসার আগেই অতিরিক্ত গতির কারণে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে আকার ও ওজনের কারণে চীনের এই বিধ্বস্ত রকেটটি আতঙ্ক ছড়ায় বিশ্বব্যাপী।

গত ২৮ এপ্রিল উৎক্ষেপণের পর মহাকাশে চীনের স্পেস স্টেশনের মডিউল স্থাপন শেষে পৃথিবীতে ফিরে আসতে শুরু করে এই রকেটের ২২ টন ওজনের একটি অংশ।

পৃথিবীতে প্রবেশের পর সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে প্রদক্ষিণ করতে থাকে এই রকেটের বিধ্বস্ত অংশ। ৯০ মিনিটে একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসে এটি।

আরও পড়ুন