• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ১১:২৩ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ১১:৪৭ এএম

ভারতে আবারও ৪ হাজার মৃত্যু, আক্রান্ত চার লাখ

ভারতে আবারও ৪ হাজার মৃত্যু, আক্রান্ত চার লাখ

গত ২৪ ঘণ্টা ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জন করোনা রোগীর।

এক সপ্তাহে পঞ্চমবারের মতো ভারতে দৈনিক চার লাখের বেশি সংক্রমণ দেখা গেল। এছাড়া টানা দ্বিতীয় দিন চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই মাধ্যমে রোববার (৯ মে) দেশটির মোট করোনা সংক্রমণ বেড়ে ২ কোটি ২২ লাখে দাঁড়িয়েছে। 

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার পর স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে সতর্ক হয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে অক্সিজেনের সহজলভ্যতা এবং সরবরাহ নিশ্চিতে ১২ সদস্যের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

করোনা আক্রান্তদের গণনা নির্ভুল করতেও নির্দেশ দিয়েছে ভারত সরকার। নতুন নীতিমালা অনুযায়ী করোনা পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়বে না। এছাড়া নির্দেশনা অনুসারে হাসপাতালগুলো শহরের বাইরে থেকে আগত রোগীদের ফিরিয়ে দিতে পারবে না।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্য প্রদেশ ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন।

আরও পড়ুন