সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে বেড়ানো নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দলকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করেছে মিয়ানমারের সেনা সরকার।
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এনইউজি নামের দলটির বিরুদ্ধে আন্দোলনের নামে দেশজুড়ে বোমা হামলা চালানো, সহিংসতা ও সরকারবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করা হয়েছে।
গার্ডিয়ান জানায়, মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য প্রচার করা হয়। এছাড়াও শনিবার দেশটিতে বিভিন্ন সংবাদমাধ্যমের অফিস, মিডিয়া আউটলেটগুলোতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
সাম্প্রতিক সময়ে ডিস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে অনেক অঞ্চলে এবং গণমাধ্যমকে নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ডেরও হুঁশিয়ারি দিয়েছে সামরিক সরকার।
এর আগে গণতন্ত্রপন্থী রাজনীতিবিদদের দল, এনইউজি-ও সেনাবাহিনীকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দেয়। জনগণের জন্য আলাদা প্রতিরক্ষা বাহিনী গঠনেরও ঘোষণা দেয় তারা। জবাবে জান্তা সরকার বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে।
১ ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতাসীন সরকারের পতন ঘটায়। স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ সব নেতাকে আটক করে নতুন সামরিক সরকার।
দেশজুড়ে আন্দোলনে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত ৭৭৪ জন বেসামরিক নাগরিক। আটক হয়েছে ৩ হাজার ৭৭৮ জন।