• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০৩:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০৪:০৩ পিএম

আসামের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আসামের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আসামে বিধানসভা নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল বিজেপির মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। রোববার বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এবার বিধানসভায় পরিষদীয় দলের নেতাও নির্বাচিত হয়েছেন হিমন্ত।

গত কয়েক দিন ধরে আসামের মুখ্যমন্ত্রী মনোনয়ন নিয়ে কয়েক দফা বৈঠক করে বিজেপির শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পান সর্বানন্দ সোনওয়াল ও হিমন্ত বিশ্ব শর্মাকে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়নের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ও অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে হিমন্তকে মুখ্যমন্ত্রী করা ঘোষণা করা হয়।

আসামে কংগ্রেসের নেতৃত্বে থাকা হিমন্ত ২০১৫ সালে দল বদল করে বিজেপিতে যোগ দেন। তার নেতৃত্বেই ২০১৬ সালে আসামে বিপুল ভোটে জয় পায় বিজেপি।

এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে বিজেপি ৬০ আসনে জয় পায়। শরিক দলগুলোকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপির জোট, এনডিএ।

আরও পড়ুন