• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২১, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২১, ০৫:২৮ পিএম

মমতাকে হারানো শুভেন্দুই হলেন বিরোধী নেতা

মমতাকে হারানো শুভেন্দুই হলেন বিরোধী নেতা

পশ্চিমবঙ্গে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এবার বিধানসভার নির্বাচনে জয় পান সাবেক এই তৃণমূল নেতা।

সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সোমবার কলকাতায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা নির্বাচন করা হয়। বিজেপির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীকে মনোনয়ন দেন। এরপর দলের সর্বসম্মতক্রমে বিরোধি নেতা নির্বাচিত শুভেন্দু অধিকারী।

বিরোধী নেতা নির্বাচিত হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজ্য সরকারের গঠনমূলক পদক্ষেপে সহযোগিতার করার প্রতিশ্রুতি দেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এখানে গণতন্ত্র ফেরাতে হবে। গঠনমূলক কাজে অংশগ্রহণের পাশাপাশি আমরা অত্যাচারেরও প্রতিবাদ করবো।’’ 

এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের পরাজয় নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এই প্রথম কেউ বিধানসভা নির্বাচনে হারার পরেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।’’

আরও পড়ুন