
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রাতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে এই ভূকম্পন রেকর্ড করা হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রা দ্বিপের প্যাডাংসিডিম্পুয়ান এলাকার ২৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে একই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ভূমিকম্প রেকর্ড করে মালয়েশিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্র। তবে এখনো পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।