• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৪:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৪:৩৫ পিএম

কলকাতায় তৃণমূল-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষ

কলকাতায় তৃণমূল-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষ

কলকাতায় রাষ্ট্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) অফিস নিজাম প্যালেসের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভে বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, ইটবৃষ্টি ও লাঠিচার্জ। দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় নিজাম প্যালেসের সামনের রাস্তা।

সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সোমবার সকালে তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নারদ দুর্নীতির মামলায় আটক করে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী তাকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসের আনতে গেলে পথ আটকে বিক্ষোভ করেন তৃণমূলের সমর্থকরা।

দুপুরে নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সেখানে দলে দলে জড়ো হতে থাকে তৃণমূল কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে আটক করে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন