ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন চলমান ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ঘোষণা দিল ইসরায়েল। খবর বিবিসি।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হামাস এবং ইসলামী জিহাদও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।
মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।
রাতে যুদ্ধবিরতির বিষয়ে মন্ত্রিসভার নিরাপত্তাসংক্রান্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠক শেষে মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।
এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির সম্মতিতে নিজেদের ‘বিজয়’ বলেই মনে করছে হামাস। যুদ্ধবিরতির সমঝোতার পর গাড়ির হর্ন বাজিয়ে, আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ে, আল্লাহু আকবার বলে বিজয়ের উল্লাস করেন হামাসের সমর্থকরা।
হামাস নেতারা জানান, যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সতর্ক থাকবেন তারা।
সপ্তাহজুড়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর যুদ্ধবিরতির প্রচেষ্টা পর অবশেষে আশার মুখ দেখল শান্তি প্রক্রিয়া।
১০ মে থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় ৫২ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে হামাসের রকেট হামলায়ও নিহত হয়েছেন অন্তত ১২ জন ইসরায়েলি।