সামাজিক মাধ্যমে করোনার ‘ভারতীয় ধরন’ নাম অপসারণের নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ভারত সরকার। দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, করোনার এই রূপটির আসল নাম বি.১.৬১৭। আর তাই একে ভারতীয় ধরন বললে ‘ভুল’ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
সাধারণত যুক্তরাজ্য, ব্রাজিল সহ অন্যান্য দেশে শনাক্ত হওয়া করোনার বিভিন্ন রূপের লিখিত বর্ণনায় এর নামের সঙ্গে দেশের নাম ব্যবহৃত হয়। তবে ভারতের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এই ধরনটির নামকরণ করেছে বি.১.৬১৭। তাই এটিকে ‘ভারতীয়’ বলার কোন অবকাশ নেই।
করোনা মোকাবেলায় ব্যর্থতা, স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয় আর সংক্রমণ-মৃত্যুর রেকর্ডের কারণে বিশ্বজুড়ে সমালোচিত ভারত সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থাও এই পরিস্থিতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছে। এর আগে মহামারী চলাকালীন টুইটারে সরকারের সমালোচনামূলক পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়েও জনগণের রোষানলে পরে ভারত।
বিবিসি জানায়, জনসম্মুখে বিবৃতি প্রকাশ না করলেও বিভিন্ন সংবাদমাধ্যম আর অনলাইন প্লাটফর্মকে করোনার ‘ভারতীয় ধরন’ শব্দসহ সব ধরণের ছবি, ভিডিও ও লেখা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।