বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের উপকূলে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে উড়িষ্যার মায়ুরভঞ্জ, ভদ্রক ও বালাসোর জেলা।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক উমাশঙ্কর দাস জানিয়েছেন, ২৬ মে (বুধবার) ঘূর্ণিঝড় ইয়াস উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের প্রভাবে দুই রাজ্যেই ২২ থেকে ২৬ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ভদ্রক, বালাসোর, জজপুর, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর, কটক, খোড়ধা, এবং পুরীতে ২৫ মে ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিসহ বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ইয়াস রবিবার নিম্নচাপে রূপ নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হবে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলে আঘাৎ হানার পর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ প্রবেশ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।