• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৫:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২১, ০৫:৩৮ পিএম

যুক্তরাজ্যের গবেষণা

ভারতীয় ধরন প্রতিরোধে সক্ষম অক্সফোর্ড ও ফাইজার

ভারতীয় ধরন প্রতিরোধে সক্ষম অক্সফোর্ড ও ফাইজার

করোনার ভারতীয় ধরন বি.১.৬১৭ ঠেকাতে দুইটি টিকা সবচেয়ে কার্যকর বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরীক্ষায় দেখা গেছে, ভারতে প্রথম শনাক্ত হওয়া এই করোনভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা শতকরা ৮৮ ভাগ এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা শতকরা ৬০ ভাগ পর্যন্ত কার্যকর। 

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আরও জানায়, করোনার আরেকটি রূপ বি.১.৬১৭ বা যুক্তরাজ্যের ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা ৯৩ ভাগ ও অক্সফোর্ডের টিকা ৬৬ ভাগ পর্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই গবেষণাকে যুগান্তকারী আবিস্কার বলে উল্লেখ করেছেন। এছাড়াও এক বিবৃতিতে দেশটিতে করোনা সংক্রমণ কমে যাওয়ায় শীঘ্রই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশ্বাস জানিয়েছেন তিনি। 

এর আগে ভারতীয় করোনার ধরনের বিরুদ্ধে বর্তমানে ব্যবহৃত টিকাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রথম দেশ হিসেবে দুইটি ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে জরিপের ফল প্রকাশ করলো যুক্তরাজ্য।

আরও পড়ুন