• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২১, ০৬:৪৪ পিএম

ভারতের যে গ্রামে করোনা পৌঁছেনি

ভারতের যে গ্রামে করোনা পৌঁছেনি

করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারত। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। দৈনিক মৃতের সংখ্যাও গড়েছে বিশ্বরেকর্ড। তবে বিপর্যয়ের মধ্যেও করোনা জয়ের দৃষ্টান্ত গড়েছে ছোট্ট এক জনপদ।

২৬১ পরিবারের বসবাস উড়িষ্যার করনজারা গ্রামে। মোট জনসংখ্যা প্রায় ১ হাজার ২৩৪ জন। তবে এখনো পর্যন্ত গ্রামের একজনও করোনা আক্রান্ত হননি।

নিম্ন আয়ের প্রতিটি পরিবারেই দিন কাটে অভাব অনটনে। তবে আর তাই পিছিয়ে পড়া এই জনপদের খোঁজও রাখতেন না অনেকেই। তবে দীর্ঘদিন ধরেই গ্রামে কারো করোনায় মৃত্যু বা অসুস্থ হতে দেখা না যাওয়ায় অনেকেরই মনে প্রশ্ন জাগে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, করোনার কোন লক্ষণই দেখা দেয়নি গ্রামবাসীর মধ্যে। আর তাই জানুয়ারিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ জনের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষা করা হয়। তবে তাদের সবারই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

জেলাপ্রশাসক বিজয় কুলাঞ্জে জানান, এই অভূতপূর্ব ঘটনার পেছনে রয়েছে গ্রামবাসীদের সচেতনতা। মহামারি শুরুর পর থেকেই চিকিৎসকেরা যেসব স্বাস্থ্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করছে গ্রামবাসী। 

ঘরের বাইরে মাস্ক ছাড়া বের হন না গ্রামের কেউ। বাইরে গেলেও স্যানিটাইজ বা হাত ধুয়ে ঘরে ঢোকেন সবাই। জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরেও যান না তাঁরা। এমনকি সংক্রমণ ঠেকাতে গত বছর থেকে গ্রামে বিয়ের অনুষ্ঠানও বন্ধ আছে।

প্রেশায় এই গ্রামের বেশিরভাগই জেলে। টেলিভিশন বা খবরের কাগজও পৌঁছায়নি সর্বত্র। তাই জেলাপ্রশাসনের মাইকিং আর স্বাস্থ্যকর্মীদের পরামর্শেই করোনা-সচেতন হয়েছেন গ্রামবাসী। শিক্ষার হারে পিছিয়ে থাকলেও বিশ্ববাসীর জন্যে শিক্ষণীয় উদাহরণ সৃষ্টি করেছে করনজারা গ্রাম।

আরও পড়ুন