• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২১, ০৩:২৮ পিএম

করোনায় ভারতে মৃত্যু ছাড়াল তিন লাখ

করোনায় ভারতে মৃত্যু ছাড়াল তিন লাখ

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের।

বিবিসি জানায়, এরই মাধ্যমে মহামারিতে ভারতে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। করোনায় দেশটিতে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন রোগীর মৃত্যু হয়েছে।

যদিও বিশেষজ্ঞরা দাবি করছেন মৃত্যুর প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কারণ, সরকারি পরিসংখ্যানে অনেকে রোগীরই মৃত্যুর রেকর্ড হয়নি বলে দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এ পর্যন্ত ভারতে ২ কোটি ৬০ লাখ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। গত এক মাসের মধ্যেই মৃত্যু হয়েছে ১ লাখের বেশি রোগীর। করোনায় বিশ্বে মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।

সাম্প্রতিক সময়ে করোনার দ্বিতীয় ঢেউ দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ঠেকে দিয়েছে। হাসপাতালগুলোতে আসন, টিকা, ওষুধ এবং অক্সিজেন সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তবে অনেক বিশেষজ্ঞই বলেছেন, ভবিষ্যতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন