বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমেই গতিবেগ বাড়িয়ে রূপ নিচ্ছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে।
সোমবার ভারতের আবহাওয়া দপ্তর জানায়, বুধবার দুপুরে উড়িষ্যার বালেশ্বর আর দিঘার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস।
এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দাবাজারের খবরে বলা হয়, মঙ্গলবার রাতের মধ্যে ইয়াস শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিবে। এরপর সেটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার স্থলভাগের দিকে ধেয়ে আসতে থাকবে।
বুধবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের স্থলভাগের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ইয়াসের প্রভাবে সোমবার বিকেল থেকে উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস জারি হয়েছে।
মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।