• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৩:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২১, ০৪:৪৮ পিএম

দিক পরিবর্তন করে ওডিশার পথে ইয়াস

দিক পরিবর্তন করে ওডিশার পথে ইয়াস

ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে মৌসুমি ঘূর্ণিঝড় ইয়াস। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৭ কিলোমিটার। তবে উপকূলের কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত দ্রুত বাড়তে থাকবে ইয়াসের গতিবেগ।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মঙ্গলবার ঝড়টির কিছুটা দিক পরিবর্তন করেছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হলেও আবহাওয়া অফিস জানিয়েছে ঝড়টি দিক পরিবর্তন করে ওডিশার দিকে আরও সরে গিয়েছে। ফলে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিছুটা কমেছে। পাশাপাশি বাংলাদেশের ওপরেও এর প্রভাব কমার সম্ভাবনা বেড়েছে। 

মঙ্গলবার দুপুরে ভারতের আবহাওয়া দপ্তর জানায়, বুধবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে বালেশ্বরের ও ধামরা এলাকা দিয়ে অতিক্রম করবে। রাতের মধ্যেই ইয়াস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার দুপুরে বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম ঝাড়খন্ডের দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়টি। ইয়াসের প্রভাবে উপকূলবর্তী জেলাসহ কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

উপকূলে আঘাত হানার আগে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন