• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২১, ১১:৪৯ এএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২১, ০১:২০ পিএম

ওড়িশায় তাণ্ডব চালাচ্ছে ইয়াস, বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস

ওড়িশায় তাণ্ডব চালাচ্ছে ইয়াস, বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস

ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছে ভারতের ওড়িশা উপকূলে। দেশটির আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তিন ঘণ্টা তাণ্ডব চালাবে ঝড়টি। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিঘাসহ ওড়িশার বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। 

মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু হয়েছিল বৃষ্টি। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বাড়ছিল। সময় যত এগিয়েছে তত বৃষ্টির তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে দিঘা ও নিউ দিঘায় গার্ডরেল ছাপিয়ে পানি ঢুকতে শুরু করে। বুধবার সকালেই জলমগ্ন মূল শহর। এমনকি জলমগ্ন দিঘা থানাও। দিঘার বাজার এলাকা ৫ থেকে ৬ ফুট পানিতে তলিয়ে গেছে।

এদিকে আগেই জলোচ্ছ্বাসের আশঙ্কায় আগে থেকেই দিঘায় উপকূল এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। দিঘায় ভেতরে পানি ঢুকতে শুরু করায় অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে একটি শিবিরে আশ্রয় নিয়েছেন। পানি ঢুকেছে সৈকত শহরের অনেক হোটেলেও। পানি ঢুকেছে মন্দার মণি, শঙ্কর পুর, তাজপুর এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা।

আরও পড়ুন