সুইজারল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সম্মেলন। পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে এটিই জো বাইডেনের প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।
সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে আলোচনা করবে ক্রেমলিন ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভাতে বৈঠকে বসবে দুই পক্ষ।
পৃথক বিবৃতিতে ক্রেমলিন জানায়, “মার্কিন রুশ দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতার ব্যাপারে আলোচনা হবে। পাশাপাশি করোনার মতো বৈশ্বিক সমস্যা মোকাবেলায় একসঙ্গে কাজ করার ব্যাপারেও জোর দেওয়া হবে এই বৈঠকে।”
সম্মেলন সামনে রেখে এরই মধ্যে জুরিখে অবস্থান করছে মার্কিন ও রুশ কূটনীতিকরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুইজারল্যান্ডই হতে যাচ্ছে বাইডেনের প্রথম আন্তর্জাতিক সফরের গন্তব্য।