• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২১, ০৯:২৫ এএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২১, ১১:০৩ এএম

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

ভারতের দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে (কালো ছত্রাক) মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রশাসিত রাজ্যটিতে এক দিনে ১৫৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়া পর রোগটিকে মহামারি হিসেবে ঘোষণ দেন দিল্লির উপরাজ্যপাল অনিল বাইজাল। খবর এনডিটিভি। 

এনডিটিভির খবরে বলা হয়, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লির উপরাজ্যপাল অনিল বাইজাল মহামারি রোগ আইন-১৮৯৭ এর আওতায় কিছু বিধিবিধান জারি করেন।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬২০। 

উপরাজ্যপালের জারি করা বিধানগুলো অনুযায়ী, দিল্লির সরকারি-বেসরকারি সব স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত ও চিকিৎসার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের জারি করা নির্দেশিকা মেনে চলবে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন প্রতিটি ঘটনা দিল্লির সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ঘোষিত হবে। 

দেশটির সরকারি তথ্যমতে, ভারতে গতকাল পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ১১ হাজার ৭১৭ জনকে শনাক্ত করা হয়েছে। যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, তাদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে ব্ল্যাক ফাঙ্গাস। এটি ফুসফুস, ব্রেন, দৃষ্টিশক্তিকে ক্ষতি করতে পারে এবং যথাযথ চিকিৎসা না হলে প্রাণঘাতীতে পরিণত হতে পারে।