
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১ থেকে ১৪ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। খবর বিবিসি
স্থানীয় সময় শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় দেশটির পুত্রাজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লকডাউনের ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। দেশটিতে জরুরি সেবা ও প্রয়োজনীয় অর্থনৈতিক খাত ছাড়া সব ধরনের অফিস-আদালত, দোকানপাট, মার্কেট বন্ধ থাকবে বলে জানানো হয়।
আন্তজেলা ও আন্তরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। চলাচল নিয়ন্ত্রণে দেশটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সরকারের পূর্বঘোষিত বিভিন্ন বিধিনিষেধ আগের মতো বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ঘোষণা করা হয়। এমসিও চলাকালীন অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে অফিস কর্মকর্তাদের।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আধাম বাবা জানান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হন ৮ হাজার ২৯০ জন। প্রাণ হারিয়েছেন ৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৫৫২ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।