• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৪:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০২১, ০৪:২৫ পিএম

তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছে ভারত সরকার।

কেন্দ্রীয় সরকার গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসরত এই তিন দেশের হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও এ ঘোষণায় দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) কোনো বিধিমালা উল্লেখ করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া ১৯৫৫ সালে নাগরিকত্ব আইনের অধীনে ৯টি রাজ্যের ২৯টি জেলার বাসিন্দাদের নাগরিকত্ব যাচাইয়েরও নির্দেশ দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রাথমিকভাবে গুজরাটের মরবি, রাজকোট, পাটান, ভোদারা, ছত্তিসগড়ের দুর্গ ও বালোদবাজার, রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বার্মার এবং সিরোহি এলাকা এবং হরিয়ানার ফরিদাবাদ ও পাঞ্জাবের জলন্ধর এলাকার অমুসলিমরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

বিধানসভা নির্বাচনের সময় বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ ও আসামে নাগরিকত্ব আইন নিয়ে ব্যাপক প্রচার চললেও নতুন নির্দেশনায় এখানকার কোনো জেলার নামই উল্লেখ করা হয়নি।

২০০৯ সালে ভারতের নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। ২০২০ সালের শুরুতেও এর প্রতিবাদে দিল্লিতে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সিএএ আইন অনুসারে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আশ্রয় নেওয়া অমুসলিম সংখ্যালঘুরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান।

আরও পড়ুন