• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৪:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০২১, ০৫:২৫ পিএম

বিষাক্ত মদ খেয়ে ২২ জনের মৃত্যু

বিষাক্ত মদ খেয়ে ২২ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে বিষাক্ত মদ খেয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
 
শনিবার সকালে থানার বাইরে ময়নাতদন্তের পর সাদা ও কালো রঙের ব্যাগে করে লাশগুলো আলাদা করে রাখে পুলিশ। স্ট্রেচারে করেও অনেকের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছেন ৫ স্থানীয় কর্মকর্তা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীরা শুক্রবার সকালে সরকারি লাইসেন্সপ্রাপ্ত তিন জেলার মোট তিনটি দোকান থেকে দেশি মদ কেনার পর বিষক্রিয়ায় আক্রান্ত হন। এ ঘটনায় জেলার শুল্ক কর্মকর্তাসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানে ভেজাল মদ বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান দুই আসামি এখনো পলাতক।

২০১৯ সালেও রাজ্যের উত্তরাখন্ডে ভেজাল মদ খেয়ে ৭২ জনের মৃত্যু হয়।