
২০১৩ সালে তুরস্কের সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল তাস্কিম স্কয়ারে নতুন হাজার হাজার মানুষের অংশগ্রহণে একটি নতুন মসজিদ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ইউরোপের অন্তর্গত তুরস্কের এই এলাকাটিতে এটিই প্রথম মসজিদ। ১৯৫০ সাল থেকেই মুসলিমদের জন্য এখানে ধর্মীয় উপাসনালয় তৈরির চেষ্টা করে আসছে বিভিন্ন সরকার।
চার হাজার মানুষের ধারণক্ষম মসজিদটি অটোমান সাম্রাজ্যের নকশা আর আধুনিক স্থাপত্যকৌশলের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। ৯০ এর দশকে ইস্তাম্বুলের মেয়র থাকাকালীন তাকসিম স্কয়ারে এই মসজিদ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এরদোয়ান।
তুরস্কের প্রতিষ্ঠাতা পিতা মোস্তফা কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসাবে ভাবা হয় তাস্কিম স্কয়ারকে। আর তাই এই এলাকার নকশায় কোন মসজিদ অন্তর্ভুক্ত ছিল না।
২৮ মে সরকারবিরোধী বিক্ষোভের ৮ম বার্ষিকীর দিনেই এটি উদ্বোধন করলেন এরদোয়ান। যদিও এলাকার নকশা পরিবর্তনের কারণে বিতর্কেরও সৃষ্টি করেছে তার এই উদ্যোগ।