
২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপে গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র। আর এই কাজে দেশটিকে সহায়তা করেছে ডেনমার্ক। ডেনমার্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ড্যানিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, ডিআর এমন অভিযোগ তুলেছে।
ডিআর-এর প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, প্রায় দুবছর ধরে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ ইউরোপীয় রাজনীতিবিদদের ওপর গুপ্তচরবৃত্তি করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ (এনএসএ)।
এসময় ডেনমার্কের ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিস (এফই) এর সঙ্গে জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং নরওয়ের কর্মকর্তারাও গোয়েন্দা তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০১৩ সালেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একইভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। সেসময় জার্মান চ্যান্সেলরের ফোনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের আড়িপাতার তথ্য ফাঁস করে দেন মার্কিন প্রযুক্তিবিদ এডওয়ার্ড স্নোডেন। এবারও স্নোডেন দাবি করেছেন, এই গুপ্তচরবৃত্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পৃক্ততা রয়েছে।
ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সঙ্গে একযোগে যুক্তরাষ্ট্র দেশটির ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কে নজরদারি চালায় বলে অভিযোগ আছে। এমনকি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের মোবাইল নম্বরেও যুক্তরাষ্ট্রের আড়িপাতার অভিযোগ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে রাজনৈতিক নেতাদের ফোনে আড়িপাতার মাধ্যমেই যুক্তরাষ্ট্র “অপারেশন ডানহ্যামার” নামে এই গুপ্তচরবৃত্তির অভিযানটি পরিচালনা করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও, অ্যাঙ্গেলা মেরকেলের ফোনে কোনভাবেই আড়িপাতা হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে দাবি করে। যদিও এবারের অভিযোগ নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি কোন পক্ষ।